NE UpdatesBarak UpdatesBreaking News

Tourism industry in Assam suffers a loss of 1000 crore due to prolonged protest: Jayanta Malla
টানা বিক্ষোভে আসাম পর্যটনে ক্ষতি ১০০০ কোটি : জয়ন্তমল্ল

৩১ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে রাজ্যজুড়ে টানা বিক্ষোভ কর্মসূচির জন্য আসামের পর্যটন ক্ষেত্রে প্রায় ১০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া মঙ্গলবার জানিয়েছেন, রাজ্যে ধর্না ও বিক্ষোভের জন্য দেশ বিদেশের বেশিরভাগ পর্যটক তাদের আগের বুকিং বাতিল করেছেন। এজন্য রাজ্য এক্ষেত্রে লোকসানের মুখ দেখেছে।

তিনি আরও বলেন, আমেরিকা, আরব, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইজরায়েল, তাইওয়ান, রাশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি দেশ আসামের বিক্ষোভের প্রেক্ষিতে তাদের নাগরিকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজার ঠিক করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, ‘গত তিন বছর ধরে আসাম পর্যটনের যে ছবি আমরা নিরলস চেষ্টা করে তৈরি করেছিলাম, তা নষ্ট হয়ে গেছে।’ তিনি এও বলেছেন, বিক্ষোভের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের পর্যটন ক্ষেত্র। পর্যটন শিল্প অন্যান্য শিল্পোদ্যোগের মতো নয়। যদি একবার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, তা পুনরুদ্ধার করতে অনেক সময় লেগে যায়।

বরুয়া বলেন, এ বছর আসামের সব পর্যটন কেন্দ্রের বুকিং বাতিল করা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘আমরা আশা করেছিলাম এ বছর রাজ্যে ৬৫ লক্ষ দেশি পর্যটকের আগমন হবে। একইভাবে আমরা আশা করেছিলাম এ বছর ৪৫ থেকে ৫০ হাজার পর্যন্ত বিদেশি পর্যটক আসবেন। তিনি আরও যোগ করেন, এ বছর শুধুমাত্র গুয়াহাটিতেই ১১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন হোটেলের বুকিং বাতিল হওয়ায় মোট ১৩ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এটিডিসি চেয়ারম্যান এও বলেছেন, এর প্রভাব অন্য দিক থেকেও এসেছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে মোট ৪৩৭টি জিপ রয়েছে, যেগুলো পর্যটকদের সাফারি সার্ভিস দিয়ে থাকে। তিনি জানান, এই গাড়ি মালিকরা প্রতিদিন অন্তত দুটি ট্রিপ দেন। কিন্তু এ বছর তাদের বেশিরভাগই দিনে একটি ট্রিপ পর্যন্ত পাননি। ফলে এদের পরিবার প্রতিপালনে অনেক সমস্যা হয়েছে। তাঁর কথায়, সাম্প্রতিক আসামে যে বিক্ষোভ হয়েছে, তার জন্য পর্যটন শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker