India & World UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার সকালে ভাষণ দেবেন প্রধানমন্ত্রীPM Modi to give address on Thursday
6 মেঃ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পূর্ণিমা। লকডাউনের দরুুন তিনি এ বার সশরীরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাত করতে পারছেন না। তবে অনলাইনে তিনি তাদের সঙ্গেই সকালের অনেকটা সময় কাটাবেন। তাঁর অফিস সূত্রে জানানো হয়েছে, গোটা আয়োজন হয়েছে করোনা-পীড়িত এবং করোনা-যোদ্ধাদের জন্য। ইন্টারন্যাশনাল বৌদ্ধিক কনফেডারেশনের সহযোগিতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এর আয়োজন করেছে।
PM @narendramodi shall be participating a Buddha Purnima programme tomorrow via technology.
The programme is being organised in honour of the Victims and frontline warriors of COVID-19. https://t.co/G6Mccn4bMP
— PMO India (@PMOIndia) May 6, 2020
বিশ্বের বিভিন্ন প্রান্তের বুদ্ধধর্মের প্রধানগণ তখন অনলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ও তাঁর প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।