India & World UpdatesAnalyticsBreaking News

Deadline for linking PAN-Aadhar extended till 31 March
প্যান-আধার সংযুক্তির সময় ফের বাড়াল কেন্দ্র, শেষদিন ৩১ মার্চ

৩০ ডিসেম্বর : বছরের শেষে এসে ফের প্যান ও আধার লিংকের সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার। আয়কর দাতাদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আগামী ২০২০-র ৩১ মার্চ পর্যন্ত আধার ও প্যান লিংকের সময় রয়েছে। মোটামুটি ২০১৭-র ১ জুলাই পর্যন্ত যাঁরা প্যান কার্ডের মালিক তাঁদের জন্য এই ৩১ মার্চই চূড়ান্ত সময়সীমা হিসেবে ধরা হয়েছে।

এক টুইট বার্তায় আয়কর দফতর জানায়, আয়কর আইন ১৯৬১ অনুসারে ১৩৯ এএ দুই নম্বর বিভাগে রয়েছে আধার প্যান সংযুক্তির বিষয়টি। প্রথমে এই সংযুক্তির চূড়ান্ত দিন হিসেবে আগামীকাল অর্থাৎ ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছিল। তবে ফের আলাপ আলোচনার পর তা বাড়িয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সম্প্রসারিত হল।

উল্লেখ্য, পুজোর আগে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার জন্য নির্ধারিত সময় তিন মাস বাড়িয়ে ছিল কেন্দ্র সরকার। এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রক জানিয়েছিল, প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নতুন সময়সীমা হ’ল ৩১ ডিসেম্বর। আর তার পরেই আধার সংযুক্তি না হওয়া প্যান বাতিল হয়ে যেতে পারে। এই দু’টি নম্বর সংযুক্ত করার জন্য এই নিয়ে সাতবার সময়সীমা বাড়ায় সরকার। শেষ এই সময়সীমা বাড়ানো হয় এই বছরের মার্চ মাসে। তখন সরকার আধার প্যান সংযুক্তির শেষ তারিখটি ছয় মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে দেয়। এরপরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

এর আগে সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বরে সরকারের আধার প্রকল্পকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছিল এবং জানিয়েছিল যে আয়কর রিটার্ন দাখিল ও প্যান বরাদ্দের জন্য স্বতন্ত্র পরিচয় নম্বর উদ্ধৃত করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে সরকার আয়কর বিধি অনুসারে প্যানের পাশাপাশি আধারের মাধ্যমে রিটার্ন দাখিলের অনুমতি দিয়েছে। আয়কর আইনের ১৩৯ এএ(২) ধারায় বলা হয়, ২০১৭ সালের ১ জুলাইয়ের থেকে PAN থাকা প্রত্যেক নাগরিক আধার পাওয়ার যোগ্য, তাঁদের আয়কর দফতরকে তাঁর আধার নম্বর দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker