Barak UpdatesBreaking News
গভঃ গার্লসের ১২৫ বছর উদযাপনে শিলচরে শোভাযাত্রাColourful rally on Quasquicentennial Jubilee of Govt Girl’s School Silchar
২৮ জানুয়ারি : ১২৫ বছর উপলক্ষে শোভাযাত্রা। হ্যাঁ, শিলচর তথা বরাক উপত্যকার প্রথম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয় ১২৫ বছর পা দিয়েছে।
এ নিয়েই সোমবার শহরে বেরোল এক শোভাযাত্রা। সকালে স্কুল চত্বরে জমা হওয়ার পর সেখান থেকেই বেরোন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা।
এ দিন সকালে ফ্ল্যাগ অফ করে এই শোভাযাত্রার সূচনা করেন সাংসদ সুস্মিতা দেব। ছিলেন প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বাদল দে, স্কুল পরিচালন সমিতির সভাপতি অঞ্জনাভ দত্ত, স্কুলের প্রশাসনিক দায়িত্বে থাকা নিবেদিতা চক্রবর্তী, বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান, প্রাক্তনীদের পক্ষে ড. বিজয়লক্ষ্মী দাস প্রমুখ।
এ অঞ্চলে মেয়েদের শিক্ষিত করে তুলতে ১৮৯৫ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন দুই ব্রিটিশ মিশনারি মহিলা মিস লয়েড ও মিস ইভান্স। সে সময় শিলচরের পাড়ায় পাড়ায় আয়া পাঠিয়ে মেয়েদের এনে স্কুলে ভর্তি করা হতো।
তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনী এই স্কুলকে হাসপাতাল হিসেবে ব্যবহার করেছিল। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বরাক উপত্যকার নানা ঘটনার সাক্ষী।