India & World UpdatesHappeningsBreaking News
শবরীমালার যাত্রা শুরু, প্রথম দিনই ১০ মহিলা ভক্তকে ফেরাল কেরল পুলিশPilgrimage to Sabiramala started, 10 female devotees prohibited to enter on 1st day
১৭ নভেম্বর : সুপ্রিম নির্দেশ বহাল থাকলেও ১০ জন মহিলাকে শবরীমালার মন্দিরে প্রবেশে বাধা দিল কেরল পুলিশ। ফিরিয়ে দেওয়া হল তাঁদের। এঁদের সকলের বয়সই ১০ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। উল্লেখ্য, এই বয়সসীমার নারীদেরই শবরীমালার মন্দিরে প্রবেশে নিষেধ ছিল আগে। সূত্রের খবর, এঁদের মধ্যে একজন অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন। মন্দিরের কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। পামবা থেকে কেরল পুলিশ তাঁকে জোর করে ফিরিয়ে দেয়।
শনিবার সকাল থেকেই কয়েকশো ভক্ত পাহাড়চুড়োয় থাকা এই মন্দিরের উদ্দেশ্য পাহাড়ের দুর্গম পথে যাত্রা শুরু করেন। আগামী ৪১ দিন ধরে চলবে এই পুণ্যযাত্রা। শবরীমালা মন্দিরের প্রধান পুরোহিত মহেশ কান্দারৌ শনিবার বিকেল পাঁচটায় মন্দিরের মূলদ্বার খুলে দেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন কি না সেই মামলা সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মহিলা ভক্তরাও আসতে শুরু করেছেন। কিন্তু প্রথমে থমকে গেল সেই নির্দেশ। কেরল পুলিশই ফিরিয়ে দিল ১০ জন মহিলা ভক্তকে।
এদিকে কেরল সরকার সুপ্রিম কোর্টের রায়ের স্বচ্ছতা দাবি করেছিলেন। কিন্তু তারপরে মহিলাদের জন্য নিরাপত্তার কোনও বন্দোবস্ত করা হয়নি। সমাজকর্মী তৃপ্তি দেশাই আগেই জানিয়েছেন, তিনি ২০ নভেম্বর শবরীমালা যাবেন। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ পিনারাই বিজয়ন সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য আলাদা করে নিরাপত্তা দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি।