Barak UpdatesBreaking News
টানা বৃষ্টি, অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর বিপদসীমা ছুইছুইIncessant rain: Barak nearing danger level at Annapurna Ghat
Water level at Silchar Annapurna Ghat 19.71 mtr at 10 PM
১২ জুলাই : গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বরাকের সব নদীতেই জল বাড়ছে। কয়েকটি স্থানে ইতিমধ্যেই জল বিপদসীমা অতিক্রম করেছে। উপত্যকার গ্রামাঞ্চলের বহু নিচু এলাকা প্লাবিত। দুর্গম এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে রওনা হয়েছেন। কিছু কিছু আশ্রয় শিবিরে বন্যাক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছেন।
শিলচর, লক্ষীপুর, ধলাই ও আমড়াঘাটে বরাক নদী এখনও বিপদসীমার নিচে থাকলেও সন্ধ্যের পর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। শিলচর অন্নপূর্ণাঘাটে শুক্রবার সকাল ১০টায় বরাক নদীর জলস্তর ছিল ১৯.০৫ মিটার। বিকেল ২টায় জলস্তর বেড়ে দাঁড়ায় ১৯.৩০ মিটার। এখানে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার।
জলসংমণ্ডল বিভাগ সূত্রে বলা হয়, সন্ধে ৭-৮ টার মধ্যে এখানে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। লক্ষীপুরে সকাল নদীর জলস্তর ছিল ২১.৯৩ মিটার। এখানে বিপদসীমা ২৩.৮৮ মিটার। এখানে জল প্রতি ঘণ্টায় ৭ সেমি করে বাড়ছে।