Barak UpdatesBreaking News

শেষদিনেও নজরকাড়া আশ্রম রোডের ডিটেনশন ক্যাম্প
Pandal depicting Detention Camp at Ashram Road attracts huge crowd

২৯ অক্টোবরঃ কালীপূজায় মণ্ডপ-প্রতিমা দেখার শেষদিন ছিল মঙ্গলবার। এ দিনও ব্যাপক ভিড় দেখা যায় আশ্রম রোডে। সতসঙ্গ আশ্রম রোড কালীপূজা কমিটি এ বার ডিটেনশন ক্যাম্প, ডি ভোটার, এনআরসি ইত্যাদির প্রেক্ষাপটে একটি চিত্রনাট্য পরিবেশন করে। তাতেই বাজিমাত করেন কমিটির কর্মকর্তারা। অত্যন্ত সুন্দরভাবে এই চিত্রনাট্য রচিত হয়।

বহু দর্শনার্থী সেখানে তা দেখে আনন্দ উপভোগ করেন। সভাপতি অভিজিত পাল বলেন, কালীপূজায় সবাই মূলত থিমভিত্তিক পূজা করে। তাঁরাও থিম খুঁজছিলেন। শেষপর্যন্ত এই জ্বলন্ত সমস্যাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সদ্য ডি সন্ত্রাসের বলি দুলাল পালের কাহিনিকেই সামনে রেখে এই চিত্রনাট্য  তৈরি করেন সুবীর (মণি) ভট্টাচার্য। তা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন আশ্রম রোড গণনাট্য সংস্থা। মণ্ডপ উদ্বোধনেও তারা চমক দিয়েছেন। ডেকে আনেন শচীন্দ্র গোস্বামীর নামে জেলখাটা সুচন্দ্রা গোস্বামীকে। সঙ্গে সাংসদ রাজদীপ রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker