Barak UpdatesBreaking News

পঞ্চায়েত : প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
Panchayat Polls: BJP declares list of candidates

১৭ নভেম্বর : অনেক জল্পনা শেষে শনিবার কাছাড়ের ২৭টি জেলা পরিষদ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। একইসঙ্গে হাইলাকান্দির ১১ আসনের প্রার্থী তালিকাও এ দিন ঘোষণা করে দল।

Rananuj

বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই এ দিন জানান, যে নামগুলো মনোনীত করা হয়েছে তাতে বুথ, মণ্ডল ও ব্লক কমিটির মতামত নেওয়া হয়েছে। দলের নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ বলে কাউকে টিকিট দেওয়া হয়নি। সবদিক বিচার করেই একজনকে প্রার্থী করা হয়েছে। তিনি এও বলেন, শনিবার নাম ঘোষণা হলেও সবাই সোমবার অর্থাৎ শেষদিনেই মনোনয়ন পেশ করবেন।

হাইলাকান্দিতেও এ দিন জেলা সভাপতি সুব্রত কুমার নাথ সাংবাদিক বৈঠক করে জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। জয়ের দাবি করে তিনি বলেন, জেলার সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপিই পাবে। জানা গেছে, একমাত্র রাজ্যেশ্বরপুর আসনে নাম বিভ্রাট হওয়ায় এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষ্ণা করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker