India & World UpdatesHappeningsBreaking News

২০২২-র শেষদিকে করোনা নিয়ে বাঁচা শিখে যাবেন ভারতীয়রা, বলছে হু

ওয়েটুবরাক, ২৫ আগস্ট : করোনা ধীরে ধীরে একসময় ভারতের স্থানীয় রোগে পরিণত হয়ে যাবে৷ এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তখন সেটি আর অতিমারি বা মহামারি থাকবে না৷ ভারতীয়রা করোনা নিয়ে বেঁচে থাকা শিখে যাবে৷ তবে এই পর্যায়ে পৌঁছাতে ২০২২-র শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তাঁর অনুমান৷ সৌম্যা বলেন, আর ততদিনে সকলের করোনার টিকা নেওয়া হয়ে যাবে৷ ফলে দেশ জুড়ে এখানে-ওখানে করোনা হতে থাকলেও প্রথম বা দ্বিতীয় পর্যায়ের মত তা দেশ জুড়ে অতিমারি হয়ে ছড়িয়ে পড়বে না৷ তৃতীয় পর্যায়ে শিশুরা বেশি আক্রান্ত হবে বটে, তবু তিনি মারাত্মক চেহারা নেওয়ার আশঙ্কা করছেন না৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker