HappeningsBreaking News

তথ্যের দুয়ার খুলে আত্মপ্রকাশ way2barak-এর
Opening the gateway of Information way2barak launched

তথ্যের দুয়ার খুলে গেল। আনুষ্ঠানিক উদ্বোধন হল বরাকভিত্তিক ওয়েব পোর্টাল way2barak.com-এর। মাউস টিপে এর সূচনা করেন কাছাড়ের  অধ্যাপক-সাংবাদিক জ্যোতিলাল চৌধুরী।। শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সমিতির দ্বিতলের হলঘরে তখন উপস্থিত শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যম, রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়াজগত, সরকারি প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান —- সব মহলের বোদ্ধাজনেরা করতালিতে স্বাগত জানালেন নতুন এই পোর্টালকে।

জ্যোতিলালবাবু বলেন, এমন এক বিশেষ প্রয়াস সমাজের কল্যাণে আসবে। দ্রুত জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়ে সকলের পাশে দাঁড়াবে। শুরুতে এমন অঙ্গীকার শোনা যায় পোর্টাল প্রতিনিধি পান্নালাল ভট্টাচার্যের বক্তব্যেও। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের ঘটনাপ্রবাহ সম্পর্কে পাঠকদের দুই কদম এগিয়ে রাখাই তাঁদের মুখ্য উদ্দেশ্য। তাঁর কথায়, এই পোর্টাল তৈরির পেছনে দুটি বিষয় কাজ করেছে। মনের তাগিদ এবং বরাকের তথ্য ডিজিটাল দুনিয়ার সহায়তায় নিয়মিত সকলের কাছে পৌঁছে দেওয়া। পান্নাবাবু পরে পোর্টালের বিভিন্ন দিক পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেন।

শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটিকে নিজের মুন্সিয়ানায় উপভোগ্য করে রেখেছেন সঞ্চালক জয়দীপ বিশ্বাস। দীর্ঘ বক্তব্য বা ভারি কথামালায় না গিয়ে তিনি দর্শকদের কাছ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জেনে নেন। প্রাক্তন বিধায়ক দীপক ভট্টাচার্য, তৈমুর রাজা চৌধুরী, নীলোতপল চৌধুরী, বিক্রমজিত বাউলিয়া, অরিন্দম গুপ্ত—- সকলেই এমন এক পোর্টালের উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর সাফল্য, দীর্ঘায়ু কামনা করেন। টিম way2barak.com-এর পথ চলায় পাশে থাকবেন বলেও কথা দেন তাঁরা।

উদ্যোক্তারাও জানান, way2barak.com শুধু বরাকের মানুষের কথাই নয়, বাইরের ঘটনাপ্রবাহও তুলে আনবে। সংস্কৃতিচর্চার বিভিন্ন তথ্যনিষ্ঠ স্থান মিলবে এই পোর্টালে। থাকবে ছোটদের লেখা ও আকাঝোঁকা। ব্যবসার চালচিত্র বা নিয়োগের সম্ভাবনাও জানিয়ে যাবে সময়মত। কোথায় কী হচ্ছে, এরও আগাম তথ্য জানানো হবে। পাঠকদের মতামত জানতে যেমন রয়েছে ফিডব্যাক কলাম, তেমনি আছে সিটিজেন জার্নালিস্ট কলামও।

শুধু ইন্টারনেট লাগিয়ে অপেক্ষা নয়, অ্যাপ-ভার্সানও করেছেন এঁরা। অ্যাপ ডাউনলোড করে সোজা পৌঁছে যেতে পারেন তথ্যের দুয়ারে, way2barak.com-এর পেজে। বাংলা, ইংরেজি —যিনি যে ভাষায় পড়তে চান।

The gateway of information has opened. The Barak based web portal www.way2barak.com has been formally launched by Jyotilal Choudhury, eminent journalist and former teacher of Cachar College on Sunday by clicking the mouse. In the inaugural ceremony, which took place in the 1st floor of Madhya Sahor Sanskritik Samiti, eminent citizens of the town were present. Intellectuals from various walks of life, such as, journalism, politics, culture, sports, government administration, private sector gave a huge round of applaud and welcomed this venture. The portal is bilingual and is available both in Bengali and English.

Jyotilal Choudhury was hopeful that such an initiative will definitely open the gateway of information. On behalf of the management of the web portal, Pannalal Bhattacharjee said that the portal will stand by the administration for dissemination of any information. He mentioned that in this era of globalization, dissemination of information from every nook and corner of the globe is expected. It is in this backdrop that Team “Way2barak” would act as a catalyst of providing information on a gamut of subjects. He expressed the birth of this web portal has got two main objectives-the craving of the heart to do something meaningful and to spread the happenings of this valley to the outer world. Later on Mr. Bhattacharjee gave a presentation of the technical aspects of the portal.

The entire inaugural ceremony was weaved in a single thread by Joydeep Biswas. Instead of lengthy lectures, he took reactions from the esteemed citizens present over there, which further added to the glamour of the programme. All present lauded this effort of team way2barak and hoped that the portal will go a long way in dissemination of information. Former MLA Dipak Bhattacharjee, Taimur Raja Choudhury, Nilotpal Choudhury, Bikramjit Baulia, Arindam Gupta assured to stay beside this endeavour as a friend, philosopher and guide.

The organizers informed that as different rivers ultimately merge with the ocean, similarly the singular aim of team way2barak is to keep the readers updated about various happenings all around. Their main motto is to become a “Gateway of Information.” Their coverage would include updates primarily from the three districts of Barak Valley (Cachar, Karimganj & Hailakandi) along with regional, national and international updates. They would also be sharing featured stories on various contemporary issues and thereby play the role of a catalyst in moulding public opinion. The site available in both web & app versions would also encourage the readers to write their own column on issues close to their heart.

Related Articles

6 Comments

  1. চরৈবেতি চরৈবেতি। অফুরন্ত শুভকামনা। আগন্তুক দিনে ওই ওয়েব পোর্টাল বরাকের নাম উজ্জ্বল করে তুলবে এই কামনা করি।

  2. Please Add in Menu
    1. Photo Gallery with sub menu
    a) Barak
    b) Assam
    c) India
    d) World
    2. Art & Craft with sub menu
    a) Barak
    b) Assam
    c) India
    d) World

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker