Barak UpdatesBreaking News
পাঁচগ্রাম টাউনশিপে ৬৩৮ ভোটে পড়েছে মাত্র ৪টিOnly 4 votes cast out of 638 at Panchgram Township
৯ ডিসেম্বরঃ রাষ্ট্রায়ত্ত কাছাড় পেপার মিল আড়াই বছর ধরে বন্ধ থাকায় মিলের শ্রমিক-কর্মচারীরা ভোট দেননি। হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম টাউনশিপের পাঁচগ্রাম শিশুনিকেতন ভোটকেন্দ্রে ৬৩৮ ভোটের মধ্যে দিনের শুরুতে ৪টি ভোট পড়ে। পরে আর কেউ ও-মুখো হননি। রিভাইভ্যাল অ্যাকশন কমিটির দাবি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মিল-পরিবারের অন্তত একলক্ষ ভোটার আজ ভোটদান থেকে বিরত থাকেন।
হাইলাকান্দি জেলায় বেশ কিছু জায়গায় গ্রুপ সদস্য পদের ব্যালটে ভুল প্রতীক ছাপা হয়েছে। দ্রুত নতুন ব্যালট পেপার ছেপে সে সব বুথে ভোটগ্রহণ করা হয়। ব্যতিক্রম দত্তপুর। সেখানকার ভোটাররা ব্যালট পেপার ছাপায় দেরি হয়েছে বলে আজ আর ভোট দিতে রাজি হননি।
বিলপার ও দক্ষিণ বিলপারের দুই বুথে দুই পক্ষে বিবাদ বাঁধলে ব্যালট বাক্স নিয়ে জলে ফেলে দেওয়া হয়। বিলপার এলপি স্কুলে প্রিসাইডিং অফিসার কুমারকান্তি দাস আক্রান্ত হন। কিন্তু দুই বুথের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি। ম্যাজিস্ট্রেট গিয়ে সকল পক্ষের সঙ্গে কথা বলে অতিরিক্ত ব্যালট বাক্স দিয়ে ভোট সম্পন্ন করানো হয়।
Out of a total of 638 votes only 4 votes were cast at Sishu Niketan centre at Panchgram township in Hailakandi district.