NE UpdatesBarak UpdatesBreaking News

Assam govt to give land patta to 40,000 landless on 28 January
৪০ হাজার ভূমিহীনকে ২৮ জানুয়ারি পাট্টা দেবে সরকার

২ জানুয়ারি: ৪০ হাজার ভূমিপুত্র ভূমিহীন পরিবারকে জমির পাট্টা দিচ্ছে অসম সরকার৷ আগামী ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পাট্টা তুলে দেওয়া হবে৷ সিএএ বিরোধী আন্দোলন ঠেকাতে কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভূমিপুত্রদের প্রতি তাঁর সরকারের দরদের উদাহরণ দিচ্ছিলেন৷ শিল্পীদের অনুদান, সাহিত্য সভাগুলিকে অর্থসাহায্য ঘোষণার সঙ্গে এ বার ভূমিহীন ভূমিপুত্রদের জমির পাট্টা দেওয়ার কথা চূড়ান্ত করলেন৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন৷ বিভাগীয় কাজকর্ম পর্যালোচনা করেন৷ সেখানেই পাট্টা প্রদানের ব্যাপারে দ্রুত কাজ করতে সবাইকে নির্দেশ দেন৷ মোট ১ লক্ষ ভূমিপুত্র ভূমিহীনকে পাট্টা প্রদানের লক্ষ্যমাত্রার কথা মুখ্যমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker