India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনে হোম ডেলিভারিও দিচ্ছে জনৌষধি কেন্দ্রJan Aushadhi Kendra providing home delivery during lockdown
৬ মে : লকডাউনে উল্লেখযোগ্য ভূমিকা আদায় করছে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রগুলি। সরাসরি এসব কেন্দ্রে না গিয়েও আমজনতা পাচ্ছেন প্রয়োজনীয় ওষুধ-পত্র। আসা-যাওয়ার সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা ই-মেলে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন পাঠালেই হলো। মিলছে হোম ডেলিভারি। ওষুধপত্র রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন জনঔষধি কেন্দ্রের কর্মীরা। প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীদের স্বার্থেই এই পরিষেবা শুরু হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় রসায়ন মন্ত্রী ডিভি সদানন্দ বলেন, বহু জনঔষধি কেন্দ্র হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রোগীর কাছে অত্যাবশ্যক ওষুধ পৌঁছে দিচ্ছে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি জানান, বর্তমানে দেশের ৭২৬টি জেলায় ৬৩০০ থেকেও বেশি জনঔষধি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে বাজারদরের তুলনায় ৫০ থেকে ৯০ শতাংশ কম মূল্যে গুণগতমানের ওষুধ পাওয়া যাচ্ছে। ভারতীয় ডাক বিভাগ প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলিতে ওষুধ পৌঁছে দিতে সাহায্য করছে। তাছাড়া, গ্রাহক ও জনঔষধি কেন্দ্রের কর্মীদের মধ্যে কো-অর্ডিনাশন বজায় রাখার জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।