Barak UpdatesHappeningsBreaking News

‘Objectionable’ comment in Facebook, Congressman arrested in Silchar
ফেসবুকে কুমন্তব্য! কংগ্রেস কর্মী ধৃত

২৭ ফেব্রুয়ারি: ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে পুলিশ শিলচরের এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে৷ ধৃতের নাম পার্থসারথি রায়৷

তার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়ী করে ফেসবুকে‌ একটি পোস্ট দিয়েছেন। এটি উত্তেজনামূলক, সাম্প্রদায়িক৷

ফেসবুকে পার্থ লিখেছেন, আরএসএস তার ক্যাডারদের দিল্লি পুলিশ এবং সেনাবাহিনীর ইউনিফরম বিতরণ করেছে৷ এখন ওই পোশাক পরে এরা মুসলমানদের হত্যা করবে৷ আবার হবে গুজরাট কাণ্ড। এর পরেই তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ৫৯৭, ২৯৫ সহ আইটি অ্যাক্ট লঙ্ঘনের মামলা করা হয়েছে।

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী একে পুলিশের বাড়াবাড়ি বলেই মন্তব্য করেন৷ তাঁর কথায়, পার্থ নিজে এমনটা লেখেননি৷ কলকাতার এক ফেসবুক ফ্রেন্ডের এই পোস্টটি তিনি শেয়ার করেছিলেন মাত্র৷ দল তাঁর পাশে রয়েছে বলে জানান পার্থ চক্রবর্তী৷

এ দিকে, কাছাড় পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাকর মন্তব্য করা থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে বলে সতর্ক করে দেওয়া হয়েছে৷ পুলিশের এক সূত্রে জানা গিয়েছে, দুয়েকদিনের মধ্যে আরও কয়েকজন পুলিশের জালে আটকা পড়তে চলেছেন৷ এঁদের মধ্যে এক-দুইজন অস্থায়ী কলেজশিক্ষকও রয়েছেন বলে ইঙ্গিত মিলেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker