Barak UpdatesBreaking News
হাইলাকান্দি জেলা পরিষদে শপথগ্রহণ, সভানেত্রী ফারহানাOath taking ceremony of Hailakandi Zilla Parishad takes place, Chairperson Farhana
৬ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা বুধবার শপথ গ্রহণ করেছেন। এ দিন জেলা পরিষদের সভাকক্ষে জেলাশাসক কীর্তি জলি নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাউটি-নিতাইনগর জেলা পরিষদ আসনের এআইইউডিএফ দলের বিজয়ী প্রার্থী ফারহানা খানম চৌধুরী সভানেত্রী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হন ভাটিরকোপা-বোয়ালিপার জেলা পরিষদ আসনের অগপ দলের বিজয়ী হিলাল উদ্দিন বড়ভূইয়া। প্রসঙ্গত, জেলা পরিষদ গঠনের পর বুধবারই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে নরসিংপুর ব্লকের অন্তর্গত ধলাই, দার্বি, নরসিংপুর, চান্দপুর, চান্নিঘাট, পানিভরা, নগদীরগ্রাম ও ভাগা গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত সভাপতি ও গ্রুপ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান বুধবার নরসিংপুর ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্লকের ভারপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার জগজ্যোতি পাল তাদের শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে ৮টি গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতিও নির্বাচন করা হয়।
মেহেরপুর গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত প্রতিনিধিরাও বুধবার শিলচর ব্লক কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। এ দিন সভানেত্রী হিসেবে শপথ নেন মিলুরানি সূত্রধর। সহ-সভানেত্রী নির্বাচিত হন অনিন্দিতা দেব। বাকি গ্রুপ সদস্যরাও শপথবাক্য পাঠ করেছেন। এই অনুষ্ঠানে কাছাড় জেলা পরিষদের ডেপুটি সিইও রসরাজ দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। সেখানে তাঁদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়।