Barak UpdatesHappeningsBreaking News
দায়িত্ব নিলেন কাছাডের নতুন পুলিশ সুপার নোমল মাহাত্তা
Numal Mahatta takes charge as SP of Cachar

ওয়েটুবরাক, 26 আগস্ট ঃ বছর পেরোতেই কাছাডের পুলিশ সুপারের দায়িত্ব থেকে গোলাঘাটে বদলি হলেন রমনদীপ কৌর। তাঁর জায়গায় শুক্রবার এসে দায়িত্বভার গ্রহণ করলেন নোমল মাহাত্তা। তিনি এতদিন দশম এপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছিলেন।
দক্ষ পুলিশ প্রশাসক হিসেবে পরিচিত মাহাত্তা কবি-লেখক হিসেবেও জনপ্রিয়। তাঁর দুটি গ্রন্থ ‘মনন আরু বীক্ষণ’ এবং ‘থমকি নরয় মাদলর মাত’ গুয়াহাটি বইমেলায় বেশ সাড়া ফেলে৷ সাইবার ক্রাইমের ওপরও তাঁর কিছু মূল্যবান লেখা রয়েছে৷