Barak UpdatesAnalytics

এনআরসিঃ আপত্তি জানিয়েই দায়িত্ব খালাস! ভোগান্তিতে অনেকে
NRC: No accountability in objections filed by people, many harassed in the state

৭ মেঃ এনআরসি-তে আপত্তির ওপর শুনানি সোমবার শুরু হয়েছে। অসমের বাঙালির আরেক প্রস্ত ভোগান্তি। আপত্তির নোটিশ পেয়ে মানুষ দূর-দূরান্ত থেকে বরাক উপত্যকায় ছুটে আসছেন। আবার একইভাবে বরাক উপত্যকার মানুষকে অন্যত্র ছুটতে হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপত্তিকারীর খোঁজ নেই। আপত্তির পেছনে যুক্তি দেখানো যেহেতু বাধ্যতামূলক নয় এবং আপত্তিতে ভুল প্রমাণ হলে শাস্তির ব্যবস্থা সুপ্রিম কোর্ট প্রত্যাহার করে নিয়েছে, তাই যেমন খুশি আপত্তি জমা পড়েছে। আর এরই ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।

মঙ্গলবার ডাকবাংলোস্থিত এনআরসি কেন্দ্রে গিয়ে দেখা গেল, প্রচুর মানুষ বসে রয়েছেন আপত্তির নোটিশ হাতে নিয়ে। আপত্তিকারী আসেনি বলে তাদের বসিয়ে রাখা হয়েছে। শেষমুহূর্তেও যদি চলে আসে! এক অফিসার জানান, দুইদিনে তার টেবিলে ১৬টি আপত্তি শুনানির জন্য দেওয়া হয়েছে। কিন্তু একজন আপত্তিকারীও উপস্থিত হয়নি। তাই শেষদিকে নোটিশপ্রাপকদের নথি পরীক্ষা করে ছাড়া হচ্ছে।

শুধু ডাকবাংলো সেবাকেন্দ্র নয়, সর্বত্র ওই এক চিত্র। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভুগছেন। বিশেষ করে, রমজানের রোজার সময়ে মুসলিমদের কী কষ্টই না করতে হচ্ছে।  আর অহেতুক আপত্তি জানিয়ে একাংশ মানুষ তামাশা দেখছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker