Barak UpdatesBreaking News
৪১ লক্ষেরই ভাগ্যপরীক্ষা, বাকিরা ভারতীয় বলে ঘোষিত
NRC: It’s a kind of test of luck of 41 lakh people, rest are declared as Indians

২৭ আগস্টঃ তিনদিন বাদে শুধু ৪১ লক্ষ মানুষেরই ভাগ্যপরীক্ষা হবে। খসড়াছুট ৪০ লক্ষ এবং বাদ পড়া ১ লক্ষ। এই দুই দফার মধ্যে যারা পুনরাবেদন ও নথি পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে কারা ভারতীয় নাগরিক, তা সে দিন চূড়ান্ত হবে। পাশাপাশি কাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এনআরসি কর্তৃপক্ষ, তাও স্পষ্ট হবে।
যাদের নাম এরই মধ্যে এনআরসির খসড়ায় স্থান পেয়ে গিয়েছে এবং বাদ পড়াদের তালিকায় ঢোকেনি, তাঁদের নাগরিকত্ব নিয়ে আর সংশয় রইল না। এনআরসি কর্তৃপক্ষ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৪০ লক্ষ ৭ হাজার ৭৭০ জন খসড়াছুট এবং পরবর্তী সময়ে তালিকা ঘেঁটে যে ১ লক্ষ লোকের কাগজপত্র আবার দেখতে চাওয়া হয়েছে, তাদের মধ্য থেকেই এখন ভারতীয়দের বেছে নেওয়া হয়েছে।
এনআরসি কর্তৃপক্ষ এ দিন জানিয়েছে, ৩১ আগস্ট আসলে চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তি বা বাদ পড়াদেরই পরিপূরক তালিকা প্রকাশিত হবে।