HappeningsBreaking News

১০টি নথির ভিত্তিতে এনআরসির দাবি আপত্তি শুরু ২৫ সেপ্টেম্বর, জানাল সুপ্রিম কোর্ট
NRC: Claims & objections to be filed based on 10 documents, says Supreme Court

১৯ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে, নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি বা দাবি ও আপত্তির প্রক্রিয়া আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ আজ জানিয়েছে, নির্দিষ্ট তারিখ থেকে এই প্রক্রিয়া আগামী ৬০ দিন পর্যন্ত চলবে। তবে দাবি ও আপত্তির এই প্রক্রিয়া মূলত দশটি নথির ভিত্তিতে করা হবে। তবে বাকি পাঁচটি নথির ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে যায়নি সুপ্রিম কোর্ট।

এদিকে চূড়ান্ত খসড়া তালিকায় বাদ পড়াদের ক্ষেত্রে বাকি পাঁচটি নথির গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে আগামী ১৫ দিনের মধ্যে তাঁর মতামত জানাতে বলেছে আদালত। এই ইস্যুতে পরবর্তী শুনানি আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এর আগের শুনানির সময় এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলা ভারতীয় নাগরিকের প্রমাণপত্র হিসেবে বিবেচিত ১৫টি নথির মধ্যে ১০টিকে বৈধ বলে সুপারিশ করেছিলেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় যে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, তাদের নাম তোলার প্রক্রিয়া এবার শুরু হবে। প্রসঙ্গত এনআরসির প্রথম খসড়া গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে প্রকাশ হয়েছিল। মোট ৩ কোটি ২৯ লক্ষ মানুষের মধ্যে প্রথম তালিকায় প্রায় ১ কোটি ৯০ লক্ষ মানুষের নাম স্থান পায়। তবে এনআরসির চূড়ান্ত খসড়ায় ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম অন্তর্ভুক্ত হয়। ফলে বাদ পড়ে ৪০ লক্ষ ৭ হাজার মানুষ। এক পরিসংখ্যানে জানা গেছে, নাগরিকপঞ্জির জন্য সারা আসামে ৬৮ লক্ষ ২৭ হাজার পরিবারের কাছ থেকে মোট ৬ কোটি ৫০ লক্ষ নথি জমা পড়েছে।

September 19: The Supreme Court on Wednesday set September 25 as the starting date of filing of claims and objections against the final draft of Assam’s National Register of Citizens (NRC). The division bench comprising of Justice Ranjan Gogoi and Justice Rohinton F Nariman also extended the time to file objections by those excluded in the final draft NRC from 30 days to 60 days.

The apex court ordered that, “We are granting a second opportunity to persons who have been left out of draft Assam NRC, keeping in mind the magnitude of the issue.” NRC coordinator Prateek Hajela had submitted a report to the bench of Justices Ranjan Gogoi and RF Nariman that only 10 of the 15 documents originally permitted to prove citizenship be allowed to be filed with claims and objections by the people whose names have been left out of the final NRC draft.

In response to this, the Supreme Court said that those left out of the Draft NRC can rely on 10 of the 15 documents prescribed. The Bench said, “We are not shutting out the rest of the five documents. All that we are saying is that at this stage claims and objections shall be filed on the basis of 10 documents.” The Bench said it will consider after a month whether to allow the other five documents as well or not.

The bench, which has now posted the matter for hearing on October 23, has sought the view of Prateek Hajela, coordinator of Assam NRC, on stance of the central government with regard to applicability and non-applicability of certain documents for inclusion of names in the NRC

Attorney General KK Venugopal and Additional Solicitor General Tushar Mehta tried to impress upon the top court on behalf of the Centre and Assam Government respectively that it needed to consider allowing the rest of the five documents as most of the people in rural areas we illiterate. But the court repeatedly said it will consider allowing the rest of the five documents for filing of claims and objections after a month.

In the second and final draft of the NRC, published in July, 2.9 crore out of the total 3.29 crore applicants were included. The names of 40.07 lakh applicants did not find a place in the historic document. The NRC will include the names of all Indian citizens who have been residing in Assam before March 25, 1971

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker