Barak UpdatesHappeningsBreaking News
১৪ নয়, হাইলাকান্দিতে কোয়রান্টাইন ২৮ দিনের, নির্দেশ ডিসিরNot 14 but DC Hailakandi orders quarantine period of 28 days
৫ এপ্রিল: হাইলাকান্দি জেলার যে সব জনগণ আশঙ্কাজনক বা স্পর্শকাতর এলাকা থেকে বাড়ি ফিরেছেন, তাদের কোয়রান্টাইনে রাখার মেয়াদ বাড়ানো হয়েছে৷ শুধু ১৪ দিনের জন্য নয়, এখন ২৮ দিন নিভৃতবাসে থাকতে হবে তাদের৷ রবিবার এই নির্দেশ জারি করেছেন হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি৷
বরাক উপত্যকায় কাছাড় ও করিমগঞ্জে একটি করে করোনা ভাইরাসে সংক্রামিত রোগী ধরা পড়ায় হাইলাকান্দিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷ জল্লি জানান, অতিমারী তীব্রতর হয়ে উঠছে বলেই দুর্যোগ মোকাবিলা আইনে তিনি কোয়রান্টাইনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন৷ কেউ তা অমান্য করলে ওই আইন অনুযায়ীই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷