Barak UpdatesHappeningsFeature Story
বরাকের স্বাভিমানের কথা বলেই ভোট চায় তৃণমূল
ওয়েটুবরাক, ৯ এপ্রিলঃ “আমাদের অধিকার, আমাদের স্বাভিমান। ছাব্বিশে আমরা করব প্রমাণ।” বরাক উপত্যকার শিলচর আসনের জন্য নতুন স্লোগান তৃণমূল কংগ্রেসের। এ সংক্রান্ত একটি বুকলেট মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন সাংসদ সুস্মিতা দেব ও দলীয় প্রার্খী রাধেশ্যাম বিশ্বাস। সঙ্গে ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, অনুপম পাল, অলক আচার্য প্রমুখ।
বেশ ঝাঁজালো গলায় সুস্মিতা দেব মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কখনও বলেন, হিন্দু বাঙালিদের বোকা ভাবছেন হিমন্ত, কখনও সতর্কতার সুরে শুনিয়ে দেন, বরাককে উপনিবেশ বা কলোনি ভাববেন না। প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসও বরাক বঞ্চনার চিত্রগুলি তুলে ধরেন। তিনি বলেন, ডিলিমিটেশন করে বরাকের পনেরো আসন থেকে কমিয়ে অযৌক্তিক ভাবে তেরো করা হয়েছে। তাতে এমএলএ ফান্ডের টাকা কমিয়ে দেওয়া হল। কাছাড় কাগজ কল বন্ধ করে দেওয়া হল।
ডি ভোটার সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর ছয়মাস সময় চাওয়া নিয়ে সুস্মিতার প্রশ্ন, ছয় মাস সময়টি কে বেঁধে দিল। তাদের যদি নথি যারা ডি মুক্তি ঘটে, তাহলে সিএএ-তে আবার জন্মের নথি খোঁজা কেন। তিনি মোদীর নানা গ্যারান্টির উল্লেখ করে জানতে চান, কাগজ কল পুনরুজ্জীবনের কী হল, মাল্টিমডেল লজিস্টিক পার্ক স্মার্ট সিটি ইত্যাদির কী হল। এ প্রসঙ্গেই সুস্মিতার মন্তব্য, মোদীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টি।
হিমন্ত বিশ্ব যে শিলচরে এসে বলেছিলেন, বরাকের মানুষ চাইলে আলাদা হয়ে যেতে পারে, আমার আপত্তি নেই, তাতে বরাকবাসীর স্বাভিমানে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করলেন সাংসদ সুস্মিতা।