Barak UpdatesHappeningsBreaking News
ভ্যাকসিন না পেয়ে রংপুরে রাস্তা অবরোধ
No vaccine! Road blockade in Rongpur

ওয়েটুবরাক, ৩০ জুনঃ সরকারি ঘোষণা অনুযায়ীই রংপুর এলাকাবাসী কোভিডের ভ্যাকসিনের জন্য বিসি রায় অ্যাকাডেমিতে লাইন ধরেছিলেন। কেউ বুধবার রাতে লাইনে দাঁড়ান, কেউ যান বৃহস্পতিবার ভোরে। কিন্তু বেলা বাড়়লে তাদের জানানো হয়, আজ ভ্যাকসিন মিলবে না। খেয়ে, না খেয়ে লাইনে দাঁড়িয়ে থাকা জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। সবাই মিলে ভিআইপি সড়ক অবরোধ করে বসেন। রাস্তার দুইদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। বরাক সেতুর ওপরও যানবাহনের ভিড় দেখা যায়। শেষে পুলিশ কর্তারা গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।