NE UpdatesHappeningsAnalyticsBreaking News
কোভিড নিয়ে রাজ্যে এখনই নতুন কোনও এসওপি নয় : হিমন্তNo new Covid SOP to be issued in Assam as of now: CM
১৯ ডিসেম্বর : কোভিড নিয়ে নতুন কোনও নীতি নির্দেশিকা জারি করবে না রাজ্য সরকার। শুধু ওমিক্রণ ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করবে, তা-ই রাজ্যে বহাল থাকবে। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পুরনো এসওপিতে আরও ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে। আগের এসওপি অনুযায়ী হোস্টেলগুলোতে ১০০ শতাংশ ছাত্র থাকার অনুমতি ছিল না। এবার আগামী ১ জানুয়ারি থেকে হোস্টেলে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী থাকার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ হোস্টেলের ক্যাপাসিটি অনুযায়ী সব ছাত্রছাত্রী থাকতে পারবে। এভাবে রাজ্য সরকার এসওপি ব্যবস্থা থেকে ক্রমশ দূরে সরতে চাইছে। তবে ওমিক্রণ এলে বা আসামে এই ভ্যারিয়েন্ট-এর সংক্রমণ বাড়লে পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকার নতুন এসওপির চিন্তা-ভাবনা করবে।
মুখ্যমন্ত্রী বলেন, কোভিড আসবে কোভিড যাবেও। এবার জনগণকে কোভিড নিয়েই ধীরে ধীরে বেঁচে থাকা শিখতে হবে। তা না হলে কলেজ-স্কুল বন্ধ করতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের ক্ষেত্রেও নানা সমস্যা থাকবে। তিনি আরও বলেন, এখন কোভিডে যেহেতু মৃত্যুর হার অনেক কমে গেছে, তাই এ নিয়ে ভয় বা শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শুধুমাত্র সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে আগামীতে ওমিক্রণ বা কোভিডের নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে রাজ্য সরকার অবশ্যই সাবধানতা অবলম্বন করবে।