NE UpdatesHappeningsAnalyticsBreaking News

কোভিড নিয়ে রাজ্যে এখনই নতুন কোনও এসওপি নয় : হিমন্ত
No new Covid SOP to be issued in Assam as of now: CM

১৯ ডিসেম্বর : কোভিড নিয়ে নতুন কোনও নীতি নির্দেশিকা জারি করবে না রাজ্য সরকার। শুধু ওমিক্রণ ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করবে, তা-ই রাজ্যে বহাল থাকবে। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পুরনো এসওপিতে আরও ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে। আগের এসওপি অনুযায়ী হোস্টেলগুলোতে ১০০ শতাংশ ছাত্র থাকার অনুমতি ছিল না। এবার আগামী ১ জানুয়ারি থেকে হোস্টেলে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী থাকার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ হোস্টেলের ক্যাপাসিটি অনুযায়ী সব ছাত্রছাত্রী থাকতে পারবে। এভাবে রাজ্য সরকার এসওপি ব্যবস্থা থেকে ক্রমশ দূরে সরতে চাইছে। তবে ওমিক্রণ এলে বা আসামে এই ভ্যারিয়েন্ট-এর সংক্রমণ বাড়লে পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকার নতুন এসওপির চিন্তা-ভাবনা করবে।

মুখ্যমন্ত্রী বলেন, কোভিড আসবে কোভিড যাবেও। এবার জনগণকে কোভিড নিয়েই ধীরে ধীরে বেঁচে থাকা শিখতে হবে। তা না হলে কলেজ-স্কুল বন্ধ করতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের ক্ষেত্রেও নানা সমস্যা থাকবে। তিনি আরও বলেন, এখন কোভিডে যেহেতু মৃত্যুর হার অনেক কমে গেছে, তাই এ নিয়ে ভয় বা শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শুধুমাত্র সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে আগামীতে ওমিক্রণ বা কোভিডের নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে রাজ্য সরকার অবশ্যই সাবধানতা অবলম্বন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker