Barak UpdatesHappenings
দুস্থদের পূজার জামাকাপড় দিল গৈরিক ভারত
পুজোর আনন্দে গরীব মানুষেরাও যেন মেতে উঠতে পারেন এই লক্ষ্যে মঙ্গলবার গৈরিক ভারতের এক প্রতিনিধি দল শহরের প্রেমতলা, শিলংপট্টি, ভাষা শহিদ স্টেশনে গিয়়ে অসহায় মানুষদের হাতে পুজোর পোশাক তুলে দেয়। এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন অসীম চক্রবর্তী৷ গৈরিক ভারতের কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ধর বলেন ” পুজোর দিনে প্রত্যেকের মুখে সম্ভব না হলেও, যাতে কিছু মানুষের মুখে হাসি ফোটানো যায়, সেই জন্য এই কর্মসূচি নিয়েছে গৈরিক ভারত। ” প্রশাসনের দেওয়া নিয়ম নীতি মেনেই সবাইকে পূজা পালন করার আহ্বান জানান তাঁরা।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, বরাক উপত্যকা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, কাছাড় জেলার সংগঠন সম্পাদক মধুমত্তমা দাস কানুনগো, বরাক উপত্যকা বিভাগের উপদেষ্টা ডা. প্রবাল পাল চৌধুরী এবং কাছাড় জেলার কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরব দাস, অসীম চক্রবর্তী, সুবীর ধর, সোনাই নগর সম্পাদক সুমিত রায় ও শিলচর নগর সম্পাদক ঝন্টু নাথ।