India & World UpdatesAnalyticsBreaking News
ভারতে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস
নতুনদিল্লি, ২৪ নভেম্বর : ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শেষ করে নতুন দিল্লির দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার কথা ঘোষণা করল আফগানিস্তান। এক বিবৃতিতে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নীতি ও স্বার্থের বৃহত্তর পরিবর্তনের ফলস্বরূপ নেওয়া হয়েছে। ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণে ২৩ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লিতে থাকা আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
আফগানিস্তান দূতাবাসের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মধ্যে কাজ চালিয়ে গিয়েছেন তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন। কিন্তু ভারত সরকারের কাছ থেকে সহায়তার অভাব রয়েছে। এদিকে দূতাবাস বন্ধের খবর জানিয়ে বলা হয়েছে, গত দু বছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। ভিসা দেওয়ার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য অসহযোগিতার অভিযোগ খারিজ করা হয়েছে।