Barak UpdatesHappeningsBreaking News
সকাল ১০টায় অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ২০.৭৯ মিটার, জল বাড়ছে ৪ সেমি করে
১৭ মে : গতকাল রাত থেকে টানা বৃষ্টির ফলে আজ সকাল থেকে বরাক নদীর জলস্তর মারাত্মকভাবে বাড়ছে। আর এতে বহু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাড়িয়েছে ২০.৭৯ মিটার। এখন জল বাড়ছে প্রতি ঘণ্টায় ৪ সেমি।
এর আগে গতকাল রাত ১টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত নদীর জল মোটামুটি স্থিতাবস্থায় ছিল। মাঝে মাঝে ১ সেমি করে বেড়েছে। কিন্তু সারা রাত ধরে এবং আজ সকালে ভারী বৃষ্টিপাত হওয়ায় ফের বরাকের জল উর্ধ্বমুখী। আজ সকাল ৭টায় ৩ সেমি, ৮টায় ৫ সেমি এবং ৯টায় শিলচর অন্নপূর্ণাঘাটে ৭ সেমি জল বেড়েছে। এখনও নদীর জল দ্রুত বাড়ছে।
এদিকে বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা নাগাদ বরাক নদীর জল বেড়ে ২০.৮০ মিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শিলচর অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার। আজ এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৪১.৮০ মিলিমিটার।