NE UpdatesAnalyticsBreaking News
এইমস-এর পাশে হচ্ছে আসাম ফরেন্সিক গবেষণা বিশ্ববিদ্যালয়, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ৮ মে ঃ কামরূপ জেলার চাংসারিতে এইমস-এর পাশে স্থাপন করা হবে আসাম ফরেন্সিক গবেষণা বিশ্ববিদ্যালয়। সোমবার দিসপুর জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এইমস-এর পাশে ১৫০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম সাময়িকভাবে গুয়াহাটি মেডিক্যাল কলেজ চত্বরে চলবে।
রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা এ দিন ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্তের ব্যাপারে আরও জানান, বিভিন্ন সরকারি বিভাগে পরবর্তী সময়ে যারা নিযুক্তি পাবেন, সেই কর্মচারীদের কাজের গতিশীলতা বৃদ্ধি করার জন্য প্রয়োজন সাপেক্ষে অন্য বিভাগের কাজে জড়িত হতে হবে। এ ব্যাপারে শীঘ্রই বিধানসভায় একটি বিল উত্থাপন করা হবে। বিধানসভায় এই আইনটি গৃহীত হওয়ার পর নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন সৈনিক বা তাঁদের স্ত্রীরা আসামে জমি কিনলে তার রেজিস্ট্রেশন ফিজ ৭৫ শতাংশ রেহাই দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যে এমন ১১ হাজার প্রাক্তন সৈনিক রয়েছেন।