HappeningsBreaking News
৫ বাঙালি হত্যা: তদন্তের দায়িত্ব নিল এনআইএNIA takes charge for investigation of 5 Bengalis killed at Tinsukia
২২ নভেম্বর: তিনসুকিয়ার সদিয়ায় পাঁচ বাঙালি খুনের ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। বৃহস্পতিবার দায়িত্ব নিয়েই তারা চলে যান ঘটনাস্থলে।
মেটাল ডিটেকটর দিয়ে তন্নতন্ন করে খুঁজে দেখা হয় গোটা এলাকা। উদ্ধার করা হয় ৮টি ব্যবহৃত কার্তুজ। একটি কার্তুজের মাথাও রয়েছে বাজেয়াপ্ত সামগ্রীর তালিকায়। এ দিকে, এ দিনই তদন্তকারী সংস্থাটি মামলার আদালত স্থানান্তরের আর্জি জানান। এখন এই মামলা বিশেষ আদালতে বিচার হবে।
A team of the National Investigation Agency (NIA) led by deputy inspector general Dipak Kumar along with officials of the Central Forensic Science Laboratory reached Tinsukia to investigate into the killing of five Bengalis in Tinsukia on 1 November. The team visited the spot for investigation. The NIA has mentioned in their case that a six-member group of the outlawed ULFA-I militants carried out the killings.
They searched the entire area of the incident with metal detectors and recovered 8 used cartridges. The NIA special court in Guwahati has made orders for transfer of case from Tinsukia court to the NIA.