Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১
Student of Cachar College arrested on charges of murder of youth at Tarapur

২৯ জুলাই : বৃহস্পতিবার গভীর রাতে তারাপুরের উকিল বাজারে যুবক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এই যুবক গাইহাই কামাই (২২) বলে জানা গেছে। পুলিশ অভিযান চালিয়ে তাকে ভোররাতে আটক করে। জানা গেছে, তার বাড়ি তারাপুরের মদনমোহন রোডে। সে কাছাড় কলেজের ছাত্র। পুলিশের কাছে ধৃত যুবকটি স্বীকার করেছে যে, সে বিবেককে মারপিট করেছিল।
এ দিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি বিষয় নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। শেষে ঝগড়া মারপিট পর্যন্ত গড়ায়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ তারাপুর উকিলবাজারের কাছে বিবেক দে নামে ২২ বছরের এক যুবক ছুরিকাহত হয়। বিবেককে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে গা ঢাকা দেয় দুষ্কৃতী। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় মানুষ সেখানে এক যুবককে পড়ে থাকতে দেখেপুলিশে খবর দেন। নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর চিকিতসকরা বিবেককে মৃত বলে ঘোষণা করেন।
Also Read: তারাপুরে খুন মালুগ্রামের বিবেক….Youth from Malugram killed at Tarapur