India & World UpdatesHappeningsBreaking News

করোনার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার আশ্বাস দিলেন অমিত শাহ
Amit Shah assures security of health workers

২২এপ্রিল: করোনা চিকিৎসা পরিষেবায় জড়িত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দিল্লিতে ডাক্তার ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পদস্থ আধিকারিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্য- পরিবার কল্যাণ মন্ত্রী ড. হর্ষবর্ধন। এখানেই করোনা যোদ্ধা চিকিৎসকদের সুরক্ষার প্রতি সরকারের দায়বদ্ধতার কথা শোনান অমিতশাহ।
তিনি বলেন, করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। তাঁদের কর্মতৎপরতা ও উৎসাহ করোনা চ্যালেঞ্জ পারি দিতে ভরপুর আত্মবিশ্বাস জোগাচ্ছে সরকারকে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় রয়েছেন তাঁরা। এমন ভাবনাকে অবশ্যই সেলাম করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, করোনা পরিষেবার যুক্ত চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কোনও কসুর বাকি রাখছে না মোদি সরকার।
সম্প্রতি স্বাস্থ্যকর্মীদের ওপর হওয়া শারীরিক নিগ্রহের তীব্র নিন্দা জানান। সাফ জানিয়ে দেন, এধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। খোদ প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব  দিয়ে দেখছেন। তাই বৃহত্তর স্বার্থে  ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যাতে কোনও প্রতিবাদ বা কর্মবিরতির পথে না যান, এই আহ্বান রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে কেন্দ্রের তরফে সুরক্ষার এমন পাকাপোক্ত আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন ডাক্তার ও আইএমএ-র প্রতিনিধিরা। জানিয়ে দেন, দেশ ও সমাজের স্বার্থের কথা মাথায় রেখে এই মুহূর্তে প্রতিবাদের কোনও চিন্তা নেই তাঁদের। তাঁরা কোভিড-১৯ মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষের পাশে আছেন। স্বাস্থ্য সচিব, নীতি আয়োগ প্রতিনিধি প্রমুখ ছিলেন এদিনের কনফারেন্সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker