Barak UpdatesBreaking News
New DC of Hailakandi to take charge after Republic Dayপ্রজাতন্ত্র দিবসের পর দায়িত্ব নেবেন হাইলাকান্দির নয়া জেলাশাসক
১৯ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের পরই হাইলাকান্দিতে জেলাশাসকের দায়িত্ব হস্তান্তর হবে৷ নতুন জেলাশাসক গুরদীপ সিং পানেসর নিজেই জানিয়েছেন এ কথা৷
দিনদশেক আগে বদলির নির্দেশ জারি হলেও নতুন জেলাশাসক গুরদীপ সিং পানেসর এখনও হাইলাকান্দিতে আসেননি৷ বিদায়ী জেলাশাসক কীর্তি জল্লিও ছুটিতে রয়েছেন৷ তিনি ছুটি কাটিয়ে হাইলাকান্দিতে আসবেন কিনা, এ নিয়ে চর্চা রয়েছে৷ পাশাপাশি এতদিনেও দায়িত্ব হস্তান্তর না হওয়ায় একাংশের ধারণা, বদলির নির্দেশটি স্থগিত হতে চলেছে৷
পানেশর রবিবার ওয়েটুবরাক-কে টেলিফোনিক সাক্ষাৎকারে জানান, কীর্তি জল্লির অসুস্থতার জন্য তাঁর দায়িত্ব নিতে সময় লাগছে৷ জল্লির একটা অপারেশন হয়েছে৷ তাই ছুটিতে রয়েছেন৷ তিনি ফিরলেই পানেসরকে ফোন করবেন৷ তখনই হবে দায়িত্ব হস্তান্তর৷ তবে সেটা ২৬ জানুয়ারির আগে সম্ভব নয় বলেই মনে করছেন পানেসর৷
তিনি বর্তমানে মৃত্তিকা সংরক্ষণ দফতরের যুগ্ম সচিব ও সঞ্চালক৷ কীর্তি জল্লির ফোন পেলেই ওই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে হাইলাকান্দিতে আসার জন্য প্রস্তুত রয়েছেন৷
এর আগে বরাক উপত্যকার কাছাড়ে গ্রামোন্নয়ন প্রকল্প সঞ্চালকের দায়িত্ব পালন করে গিয়েছেন পানেসর৷ তাই তিনি দৃঢ়বিশ্বাসী, হাইলাকান্দিতে জেলাশাসকের দায়িত্ব পালনে মোটেও সমস্যা হবে না৷