NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
NDFB(S) returning to mainstream, tripartite meeting with centre & stateমূলস্রোতে ফিরছে এনডিএফবি(এস), কেন্দ্র ও রাজ্যের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি
১৭ জানুয়ারি : একসময় আসামে ত্রাস সৃষ্টিকারী এনডিএফবি(এস) এ বার অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরে আসছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে এই জঙ্গি সংগঠনের একটি ত্রিপাক্ষিক চুক্তির পরই সংঘর্ষ বিরতির পথে হাঁটছে এনডিএফবি। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্র সরকারের পক্ষে উত্তর পূর্বাঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব থাকা যুগ্ম সচিব সত্যেন্দ্র গার্গ, রাজ্য সরকারের পক্ষে স্বরাষ্ট্র বিভাগের আয়ুক্ত সচিব আশুতোষ অগ্নিহোত্রী এবং এনডিএফবি-র পক্ষে বি সাওরাইগ্রা। তাছাড়া চুক্তি স্বাক্ষর করার সময় এনডিএফবি-র অন্য পদাধিকারী এবং দু’জন মধ্যস্থতাকারীও উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এ দিকে এই শান্তি প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য জঙ্গি সংগঠনের ৫০ জনের একটি দল মায়ান্মার থেকে আসামে এসেছে বলেও জানা যায়। এদের একটি সেনা শিবিরে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রক এই শান্তি চুক্তির ব্যাপারে একটি খসড়া প্রস্তুত করছে বলে জানা গেছে। সাওরাইগ্রা গোষ্ঠি এনডিএফবির তৃতীয় দল যারা শান্তি চুক্তির জন্য এগিয়ে এসেছে।
এর আগে ২০০৫ সালে এনডিএফবি-র প্রগতিশীল গোষ্ঠি কেন্দ্র সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এই প্রগতিশীল গোষ্ঠীর প্রায় ৩০০০ জন সদস্য বর্তমানে ওদালগুড়ি, বাকসা ও কোকরাঝড় জেলায় সরকার অনুমোদিত তিনটি সংঘর্ষ বিরতি শিবিরে আশ্রিত রয়েছে।