India & World UpdatesHappeningsBreaking News
মালদ্বীপ থেকে ৭০০ জনকে নিয়ে এল নৌবাহিনীNavy ship brings back 700 stranded Indians from Maldives
১০ মেঃ রবিবার মালদ্বীপ থেকে ৭০০ জন দেশে ফিরলেন। নৌসেনার আইএনএস জলাশ্ব জাহাজে কোচি বিমানবন্দরে পৌঁছলেন তাঁরা।
বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর ‘বন্দে ভারত’ প্রকল্পে মোট ৬৪টি বিশেষ বিমান এবং তিনটি নৌজাহাজ বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে নৌবাহিনীর প্রথম অভিযান ছিল ‘সমুদ্র সেতু’। তিন দিন আগে নৌবাহিনীর জাহাজ ‘জলাশ্ব’কে পাঠানো হয় মালদ্বীপে। সেখানকার মালে বন্দর থেকে ৬৯৮ জন যাত্রী নিয়ে রবিবার সকালে কোচির উপকূলে পৌঁছেছে ‘জলাশ্ব’। অন্যদিকে এ দিনই ব্রিটেনে আটকে পড়া ৫৭২ জন ফিরেছেন মুম্বই বিমানবন্দরে।