Barak UpdatesBreaking News
National Voters Day was celebrated in Cacharভোটার দিবসে কাছাড় প্রশাসনের র্যালি শিলচরে
২৫ জানুয়ারি : সারা দেশের সঙ্গে শনিবার কাছাড় জেলার শিলচরেও দশম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মূলত ভোটদানে উতসাহ বাড়াতেই এই দিনটি পালন করা হয়। উদ্যমী যুবাদের নিয়ে এ দিন শিলচরে এক সচেতনতা র্যালির আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন। জেলাশাসকের কার্যালয় চত্বরে এই র্যালির ফ্ল্যাগ অফ করেন কাছাড়ের নির্বাচন আধিকারিক সুদীপ নাথ।
এরপর কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তাওয়ানের পৌরোহিত্যে জ্যোতি কলাকেন্দ্রে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা এই দিনটির তাতপর্য ও গুরুত্বের ওপর আলোকপাত করেন। এ বছর ভোটার দিবসের থিম ছিল, মজবুত গণতন্ত্রের জন্য নির্বাচনী সাক্ষরতা। এর আগে স্বাগত ভাষণ দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল।
এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা ও দায়রা জজ তথা কনজিউমার ফোরামের সভাপতি বিষ্ণু দেবনাথ, জিসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নারায়ণ মজুমদার।