India & World UpdatesHappeningsBreaking News
গো-মূত্র পানের উতসব হিন্দু মহাসভার, পাঠানো হবে মোদি-ট্রাম্পকে
Hindu Mahasabha holds ‘cow urine party’ to fight coronavirus

১৫ মার্চ : করোনা রুখতে গোমূত্র পানের ফেস্টিভ্যাল আয়োজন করল হিন্দু মহাসভা। এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভাঁড় ভরা গোমূত্র পান করলেন নেতা-কর্মীরা। আর সেই ফেস্টিভ্যাল থেকে ঠিক হয়ে গেল আগামী পদক্ষেপ। জায়গায় জায়গায় গোমূত্রের ঠেক খুলবে মহাসভা। গো-মূত্র পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
উত্তরপ্রদেশে এই গোমূত্র পানের উৎসব আয়োজন করা হয়েছিল। হাতে গোমূত্রের ভাঁড় নিয়ে হিন্দু মহাসভার জাতীয় স্তরের নেতা চক্রপাণি মহারাজ বললেন, “সরকারের উচিত সমস্ত বিমানবন্দরে মদের কাউন্টার বন্ধ করে গোমূত্রের কাউন্টার চালু করা। যে বিদেশিরা বিমানবন্দরে নামবেন তাঁদের গোবর মাখিয়ে শুদ্ধ করার পর গোমূত্র পান করানো হোক।” বলেই চক্রপাণি মহারাজ স্লোগান দিলেন, “করোনা শান্ত হও।” পাশে থাকা হিন্দুত্ববাদীরা সেই স্লোগানে কোরাস দিল, “শান্ত হও…শান্ত হও।”
হিন্দু মহাসভার এক কর্মী বলেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোমূত্র পাঠাবো। যদিও তিনি এমনিতেই রোজ পান করেন। গোমূত্র পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।” উল্লেখ্য, করোনা আশঙ্কায় ট্রাম্পেরও রক্ত পরীক্ষা হয়েছিল। কিন্তু রিপোর্ট এসেছে নেগেটিভ। কিন্তু হিন্দু মহাসভা ঝুঁকি নিতে চাইছে না। ট্রাম্পকে যাতে কোনও ভাইরাস ছুঁতে না পারে তাই আগে থেকেই সতর্ক চক্রপাণি মহারাজরা। তাঁরা জানিয়েছেন, মদের ঠেক বন্ধ করে সেখানে গোমূত্রের ঠেক খোলা হবে।