India & World UpdatesBreaking News
নানা সংস্থার বুথফেরত সমীক্ষা, বিজেপিই ক্ষমতায় ফিরছেMost Exit Polls project majority for BJP-led NDA
- এবিপি নিয়েলসন— এনডিএ ২৬৭, ইউপিএ ১২৭, অন্যান্য ১৪৮
- টাইমস নাও-ভিএমআর—-এনডিএ ৩০৬, ইউপিএ ১৩২, অন্যান্য ১০৪
- রিপাবলিক-সি ভোটার—-এনডিএ ২৮৭, ইউপিএ ১২৮, অন্যান্য ১২৭
- নিউজ নেশন ——– এনডিএ ২৮০-২৯০, ইউপিএ ১১৮-১২৬, অন্যান্য ১৩০-১৩৮
- নিউজ ১৮-আইপিএসওএস— এনডিএ ৩৩৬, ইউপিএ ৮২, অন্যান্য ১২৪
১৯ মেঃ ভোট শেষ হতেই ফল ঘোষণার দিকে নজর সবার। সঙ্গে বুথফেরত সমীক্ষা নিয়ে জোর চর্চা। দৌড়ে মূলত তিনটি গোষ্ঠীই। বিজেপির নেতৃত্বে ফের এনডিএ, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট এবং আঞ্চলিক দলগুলির ফেডারেল ফ্রন্ট। এ পর্যন্ত জাতীয় পর্যায়ের যে পাঁচটি বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে, সবকটিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে অনেকটা এগিয়ে রাখা হয়েছে।
এবিপি নিয়েলসন এবং রিপাবলিক-সি ভোটার ক্রমে ২৬৭, ২৮৭টি আসন দিয়েছে তাদের। নিউজ নেশনের অনুমান, ২৮০ থেকে ২৯০ আসন পাবে গেরুয়া বাহিনী। আর টাইমস নাও-ভিএমআর এবং নিউজ ১৮-আইপিএসওএস তো তিনশোর বেশি আসনই পেয়ে যাবে বলে মনে করছে। প্রথমটি ৩০৬ লিখলেও দ্বিতীয়টির ধারণা, এনডিএ ৩৩৬-এর কম পাবে না।