India & World UpdatesBreaking News
দুই বাঙালি জওয়ানের দেহ ফিরল কলকাতায়Mortal remains of 2 Bengali jawans comes at Kolkata
১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় যে ৪৫ জন জওয়ান শহিদ হয়েছেন, তাদের মধ্যে দুই বাঙালি জওয়ানও রয়েছেন। শনিবার এই দুই জওয়ানের কফিনবন্দি দেহ এসে পৌছল কলকাতায়। এদের একজন পাথর বাউড়িয়ার বাবলু সাঁতরা, অন্যজন নদীয়ার তেহট্টের সুদীপ বিশ্বাস। বাংলার দুই জওয়ানের কফিনবন্দি দেহ ফিরবে, এই খবরে সকাল থেকেই বহু মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন। দুই জওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন তাদের আত্মীয়, বন্ধুরাও।
বায়ুসেনার বিশেষ বিমানে শনিবার কফিনবন্দি দুটি দেহ এসে পৌছায়। কলকাতা বিমানবন্দরেই তাদের শেষশ্রদ্ধা জানানো হয়। বিমানবন্দরে বাংলার দুই জওয়ানের কফিন কাঁধে তুলে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিমানবন্দরে তাদের গার্ড অফ অনার দেওয়ার পরই তাদের দেহ রওনা দেয় বাড়ির উদ্দেশে।
সাধারণ মানুষ বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা জওয়ানদের সঙ্গে রয়েছেন। বাউড়িয়ার সাঁতরা পরিবারে দুঃসংবাদ আসার পরই ভিড় জমান অগুণতি মানুষ। একইভাবে নদীয়ায় সুদীপের বাড়িতেও শেষশ্রদ্ধা জানাতে ছুটে গেছেন অনেকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় কম করেও ৪৫ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, পশ্চিমবঙ্গের দুই জওয়ান। শুক্রবার দিল্লির পালাম বিমানবন্দরে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।