Barak UpdatesBreaking News

শহর ঘুরে ৫০০’র বেশি গাছ লাগাল ম্যানমেকিং মিশন
More than 500 saplings planted throughout the town by Man Making Mission

৯ জুন : শিলচরের স্বেচ্ছাসেবী সংস্থা ম্যানমেকিং মিশনের সদস্য-সদস্যারা রংপুর এয়ারপোর্ট রোডে পাঁচশ’র বেশি বৃক্ষরোপণ করলেন। জেলাজুড়ে সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার প্রথম পর্যায়ে এই চারাগাছগুলো রোপণ করা হয়। সংস্থার পক্ষ থেকে এ বছরের এপ্রিল মাস থেকেই এই সংকল্প নেওয়া হয়। প্রতি রবিবার রাস্তার মধ্যের ফাঁকা জমিতে গাছ লাগাতেন সংস্থার কর্মীরা। আর আজ সম্পূর্ণ হয় প্রথম পর্যায়ের কর্মসূচি।

ম্যানমেকিং মিশন মনে করে, পৃথিবীজুড়ে দিনের পর দিন আবহাওয়া্র নেতিবাচক পরিবর্তনে লাগামছাড়া বন ধ্বংস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এমনকী উত্তর-পূর্ব ভারতের মতো জায়গায় অবাধে গাছ কেটে ফেলা হচ্ছে। দিনের পর দিন শহর ও শহরের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে উষ্ণায়নের প্রভাব অনুভূত হচ্ছে। শিলচরের মতো শহরও এর ব্যতিক্রম নয়। এই অবস্থায় সবুজায়ন ব্যাতীত অন্য কোনও বিকল্প সাধারণ মানুষের কাছে নেই। ম্যানমেকিং মিশনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে শহর ও শহরতলির বিভিন্ন জায়গা।

এ দিকে, মালুগ্রাম শিববাড়ি ও শ্মশানেও ইতিমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে গাছ লাগানোর পাশাপাশি গাছ রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংস্থার সদস্য-সদস্যারা নিয়মিতভাবে সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। সংস্থার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্যদীপ রায়চৌধুরী, বিবেক দাস, শুভ ধর, জ্যোতির্ময় দেব, মৌপিয়া চৌধুরী, সুপর্না ভট্টাচার্য, দীপঙ্কর সাহা, ধীমান সাহা, আপ্পু রবিদাস প্রমুখ। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস সায়েন্স সোসাইটিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker