NE UpdatesAnalyticsBreaking News
ডিমা হাসাওয়ে দু’দিনের সফরে স্বাস্থ্যমন্ত্রী
৮ জুন : দুদিনের ডিমা হাসাও জেলা সফরে সোমবার সন্ধ্যায় হাফলং এসে পৌছেছেন রাজ্যের অর্থ, শিক্ষা তথা স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটি থেকে সড়কপথে লামডিং হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হাফলং আবর্ত ভবনে উপস্থিত হন মন্ত্রী। রাত ৮টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উত্তর কাছাড় পার্বত্য স্বাশাসিত পরিষদের সিইএম দেবলাল গারলোসা, চেয়ারপার্সন রাণু লাংথাসা, বিধায়ক বীরভদ্র হাগজার, পরিষদের ইএম ও পরিষদের বিজেপি সদস্য এবং ডিমা হাসাওয়ের জেলাশাসক পল বরুয়া, পুলিশ সুপার জয়ন্ত সিঙের সঙ্গে আবর্ত ভবনে বৈঠকে মিলিত হন।
বৈঠকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি কোভিড-১৯ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা, সাংসদ পল্লবলোচন দাস, ডিফু লোকসভা আসনের সাংসদ হরেন সিং বে, কারবি আংলং স্বশাসিত পরিষদের সিইএম তুলিরাম রংহাং প্রমুখ। জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় স্বাস্থ্যমন্ত্রী হাফলং সরকারি হাসপাতাল পরিদর্শন করে কোভিড ১৯ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম অধিকর্তা ডাঃ দিপালী বর্মণ সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এর পর বেলা ১১টা নাগাদ সড়কপথে তিনি হামরেনের উদ্দেশে রওনা হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।