১৩ ফেব্রুয়ারিঃ শুধু অধিকারের আন্দোলন নয়। ভারতীয় স্টেট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এর পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজকর্মেও নিয়োজিত রয়েছে। অ্যাসোসিয়েশন উত্তর-পূর্ব জুড়ে অনেক বছর ধরেই রক্তদান কর্মসূচি করে চলেছে। গত ৯ ফেব্রুয়ারি শিলচর রিজিওনাল কমিটির উদ্যোগেও হল প্রথম স্বেচ্ছা রক্তদান শিবির। স্টেট ব্যাঙ্কের শিলচর ব্রাঞ্চ চত্বরে আয়োজিত এই শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবার সহ মোট ২৭ জন রক্তদান করেন। শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের ডাক্তার-কর্মীরা রক্ত সংগ্রহ করেন। “স্মাইল” শিবির আয়োজনে সার্বিক সহযোগিতা করে। ব্যাঙ্কের শিলচর রিজিওনাল ম্যানেজার বিনয় ভূষণ দাস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই সকল উদ্যোগে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অ্যাসোসিয়েশনের উত্তর-পূর্বাঞ্চল মন্ডলের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিধায়ক ভট্টাচার্য শিলচরে রক্তদান কর্মসূচি শুরু করার জন্য শিলচর রিজিওনাল সেক্রেটারি মনিকাঞ্চন ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। অ্যাসোসিয়েশনের শিলচর রিজিওনের সভানেত্রী নন্দিতা সোম রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। উপস্থিত ছিলেন এসবিআইএলডি শিলচরের নির্দেশক এ.কে.দে সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা। ‘স্মাইল’-এর কর্মকর্তা সুরজিৎ সোম নিজে উপস্থিত থেকে পুরো কর্মসূচি দেখভাল করেন। অ্যাসোসিয়েশনের শিলচর রিজিওনাল সেক্রেটারি মনিকাঞ্চন ভট্টাচার্য শিবির সফল করে তোলার জন্য সকল রক্তদাতা, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, স্মাইল, স্টেট ব্যাঙ্কের রিজিওনাল অফিস ও শিলচর শাখার কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
February 13: A voluntary Blood Donation camp was organised by the Silchar regional committee of State Bank of India Officers’ Association (SBIOA). On last Saturday, the blood donation camp was organised at SBI Silchar branch. A total of 27 persons including the officers of SBIOA and their family members donated blood.
The said camp was organised in association with Silchar Medical College Blood Bank. Voluntary organisation SMILE stood beside SBIOA in organising this camp smoothly. Experts from Silchar Medical College were present in the camp.
Speaking to way2barak, Bidhayak Bhattacharjee, Deputy General Secretary of North East Zone of SBIOA said, “Apart from the normal activities of the association, we also take up social welfare activities as a part of commitment towards the society.” He extended gratitude to Manikanchan Bhattacharjee, Secretary of Silchar Region of SBIOA for organising this voluntary blood donation camp. This is the 1st time that the Silchar chapter of SBIOA has organised blood donation camp.
The event presided over by Nandita Shome, President of Silchar region of SBIOA was also attended by SBILD, Director of Silchar A.K. Dey, other officials of SBI and Surajit Shome of NGO Smile.