India & World UpdatesBreaking News

৬৯ দিন পর মোবাইল চালু হল কাশ্মীরে
Mobile services resumed in Kashmir after 69 days

১৪ অক্টোবর : সোমবার দুপুর বারোটা থেকে জম্মু ও কাশ্মীরে মোবাইলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ৬৯ দিন পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ৪০ লক্ষ পোস্ট পেড মোবাইল কানেকশন চালু হয়ে যাবে এ দিন থেকে। যদিও ২০ লক্ষ প্রি পেড মোবাইল কানেকশন এবং ইন্টানেট পরিষেবা নিষেধাজ্ঞার আওতাতেই রয়ে গেল।

Rananuj

সূত্রের খবর অনুযায়ী, ঘৃণা ছড়ানো বন্ধ করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও উপত্যকায় গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, মোবাইল ফোন চালুর সঙ্গে নজরদারি চালানো হবে। কেননা মোবাইল ফোনেই ঘৃণা ছড়ানোর অন্যতম জায়গা। এছাড়াও স্থানীয় পুলিশ ভুয়ো খবরের ওপরও নজরদারি চালাচ্ছে।

তিনি জানিয়েছেন, পাকিস্তান ভিত্তিক সংস্থাগুলি গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে। তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর জুড়ে ল্যান্ডলাইন চালু রয়েছে গত ছয় সপ্তাহ ধরে। গত ৫ আগস্ট থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফোনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker