Barak UpdatesBreaking News
মনমোহন বিদ্যালয়ে গ্রন্থাগারের উদ্বোধন করলেন দিলীপMLA Dilip Paul inaugurates library at Manmohan School
১৫ জুন : নাচ, গান, কবিতা, আলোচনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল শিলচর সুভাষনগর মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে। পাশাপাশি একই দিনে উদ্বোধন হল বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে বিদ্যালয়ের নতুন গ্রন্থাগার। এর ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল। পরে বাকি অতিথিদের সঙ্গে তিনি স্কুলের কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন।
এ দিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি চন্দ, রোটারি ক্লাবের শিবব্রত দত্ত, বেনুলাল বর্মন, ডাঃ কিরণময় দাস, ডাঃ এমএ করিম, সুশান্ত ভট্টাচার্য, মৃণাল কান্তি রায় প্রমুখ। বেশ কজন অতিথি আর্থিক অনুদান দেন ছাত্রীদের। পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীদের সাহায্যের আশ্বাস দেন শিবব্রত দত্ত।
গ্রন্থাগারে বই দেওয়ার কথা বলেন বিশ্বতোষ চৌধুরী। রোটারি শিলচরের পক্ষ থেকে প্রায় ৮০০ চকোবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বলে জানালেন প্রধান শিক্ষিকা কাজল চৌধুরী। স্বাগত ভাষণ দেন পরিচালন সমিতির সভাপতি নীরেন্দু ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুই শিক্ষিকা নবমিতা চক্রবর্তী ও কমলিকা নাগ।