Barak UpdatesHappeningsBreaking News

৬৮ পুরোহিতকে ১ হাজার করে দিলেন বিধায়ক দিলীপ
MLA Dilip Paul gives Rs.1000 each to 68 priests

১২ মে : ভগবানের প্রতি প্রার্থনা ছাড়া এখন আর কোনও উপায় নেই। করোনা মানুষকে তা বুঝিয়ে দিয়েছে। অনেক নাস্তিককেও আস্তিক হতে বাধ্য করেছে এই ভাইরাস। এমনটাই বললেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। মঙ্গলবার সকালে মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে আসেন বিধায়ক। শিববাড়ি কমিটির ব্যবস্থাপনায় ব্যক্তিগত তহবিল থেকে পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের ৬৮ জন পুরোহিতকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন তিনি। যদিও বিধায়ক এটিকে পুরোহিত প্রণামী বলে উল্লেখ করেছেন। এ নিয়ে বিধায়কের কাছ থেকে দু’দফা সহায়তা পেলেন পুরোহিত সমাজ। এর আগে আর্য পরিষদের অন্তর্গত পুরোহিতদের আর্থিক সাহায্য করেন তিনি।

দিলীপ পাল বলেন, ধর্মীয় কাজকর্মকে ধরে রেখেছেন পুরোহিতরা। আমাদের জন্য প্রার্থনার পরিবেশ তৈরি করে দেন এঁরাই। তাঁদের সম্মানের জায়গাটা আলাদা। প্রাচীনকাল থেকেই তাঁদের এই জায়গা নির্দিষ্ট রয়েছে। রাজদরবারে কখনও রাজপুরোহিত, আবার রাজগুরু হিসেবেও পুরোহিতদের বিশেষ স্থানের ব্যাপারে ইতিহাস জানিয়েছে আমাদের।

বিধায়কের কথায়, ‘বর্তমানে বিভিন্ন কারণে পুরোহিত সমাজ সেভাবে উপযুক্ত স্থান পাচ্ছে না। তবে সে যাই হোক, ধর্মীয় আচার-আচরণের বাহক পুরোহিতদের অবদান ভুললে চলবে না। তাঁদের পাশে দাঁড়াতে হবে। করোনা মহামারি, লকডাউন পরিস্থিতির জন্য নিয়মিত পূজা-পার্বণও হচ্ছে না। মন্দিরে ভক্তদের যাতায়াত বন্ধ। ফলে, একটা বড় সমস্যায় আছেন পুরোহিতরা। এ অবস্থায় পাশে থাকার প্রয়াস করেছি আমি।’

এই অনুষ্ঠানে ওয়ার্ড কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস, সমাজকর্মী বাসুদেব শর্মা সহ পঞ্চানন শিববাড়ি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বিপর্যয়ের মুহূর্তে সরকারিভাবে পুরোহিতদের সাহায্যের দাবি ওঠে এ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker