Barak UpdatesHappeningsBreaking News

বদরপুরের বিধায়ক জামালউদ্দিন আহমেদ প্রয়াত
MLA Badarpur Jamaluddin Ahmed passes away

২৭ জানুয়ারি: প্রবীণ কংগ্রেস নেতা, বদরপুরের বিধায়ক জামালউদ্দিন আহমেদ আর নেই৷ মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ অনেকদিন ধরে মধুমেহ রোগ, কিডনির সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন৷ এর মধ্যেও সাংগঠনিক কাজকর্ম নিয়মিত চালিয়ে যাচ্ছিলেন৷ মঙ্গলবারও কালীগঞ্জে একটি সভায় যোগ দেন, বক্তৃতা করেন৷ সেখান থেকে বাড়ি ফিরেই অসুস্থতা বোধ করতে থাকেন৷ রাতে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তিনি প্রাণ হারান৷ বয়স হয়েছিল ৬৭ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়পরিজন ও গুণগ্রাহীদের৷

তাঁর মৃত্যুতে বদরপুর সহ গোটা বরাক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ বিশেষ করে, করিমগঞ্জ জেলার কংগ্রেসিরা তাঁর মৃত্যুসংবাদ পেয়েই শূন্যতা বোধ করছেন৷ জেলা কংগ্রেস সভাপতি সতু রায় সহ সবাই সকালেই কংগ্রেস অফিসে জড়ো হন৷ অনানুষ্ঠানিক শোকসভাই চলে সারাবেলা৷ ভোটের মুখে এমন একটা দুঃসংবাদ তাঁদের কেউ মেনে নিতে পারছেন না৷

প্রয়াত বিধায়ক জামালউদ্দিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের উল্লেখ করে প্রাক্তন সাংসদ, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব গভীর শোক ব্যক্ত করেন৷

বদরপুরের তিনবারের বিধায়ক জামালউদ্দিন আহমেদের প্রয়াণে শোকাতুর শিলচর জেলা কংগ্রেস কমিটিও৷ সভাপতি প্রদীপকুমার দে ও মুখপাত্র জ্যোতিরিন্দ্র দে তাঁর নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷

জামালউদ্দিন আহমেদ গত দশ বছর ধরে লাগাতার কংগ্রেসের বিধায়ক ছিলেন৷ এর আগে ১৯৯১ সালে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন৷ সে বার জামালবাবু তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷ বিজয়ী হয়েই দলত্যাগ করে তিনি কংগ্রেসের সহযোগী সদস্য হন৷ পরবর্তী সময়ে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker