NE UpdatesHappeningsBreaking News
ফের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে বিধায়ক আমিনুল ইসলামMLA Aminul Islam sent again to 14 days judicial custody
১৯ এপ্রিল : ধিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলামকে পুনরায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে সিআইডি আদালত। রবিবার সিআইডি নগাঁও জেলা কারাগার থেকে বিধায়ক আমিনুলকে কামরূপ মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করে। সিআইডি বিধায়ককে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছিল। তবে আদালত বিধায়ককে সিআইডির কাছে না দিয়ে পুনরায় বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। সিআইডি বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল।
এদিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সময় বিধায়ক আমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এবং অখিল গগৈর মতো আমাকেও টার্গেট করা হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরাও কোয়ারেন্টাইনে যাওয়াটা চেয়েছিলাম। এমনকি আমি নিজেও বহু লোককে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।’
প্রসঙ্গত, ৯ এপ্রিল বিধায়কের জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে আদালত তা নাকচ করে দেয়। উল্লেখ্য, করোনা নিয়ে ধিং বিধানসভা কেন্দ্রের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম অপপ্রচার চালানোর তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। তিনি করোনা রোগীর জন্য স্থাপন করা কোয়ারেন্টাইন সেন্টারকে ডিটেনশন সেন্টার থেকেও ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন।