Barak UpdatesBreaking News
শিলচরে সেন্ট্রাল রোড থেকেই মহিলার ২ লক্ষ ছিনতাইMiscreants snatch away Rs.2 lakh from a lady at Silchar Central Road
১৫ মার্চ : ফের শহরের জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটল। শিলচর শহরের বিবেকানন্দ রোডে এক পুলিশ কর্মীর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ক’দিন যেতে না যেতেই শুক্রবার ফের এমন ঘটনা প্রকাশ্যে এল। এ দিন শিলচর সেন্ট্রাল রোড পার্ক রোড পয়েন্টে এক মহিলার কাছে থেকে নগদ দু’লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুই অজ্ঞাত বাইক আরোহী। এ নিয়ে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন মহিলার স্বামী।
শুক্রবার দুপুরে রামনগর খেলমার বাসিন্দা নজরুল ইসলাম বড়ভূইয়া শহরের স্টেট ব্যাঙ্ক প্রধান শাখায় থাকা স্ত্রী হাসিনা বেগমের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা তোলেন। টাকা স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগে ছিল। ব্যাঙ্ক থেকে বাইকে করে ব্রাহ্মণবাড়িয়া মিস্টান্ন ভাণ্ডারের সামনে এসে নজরুল বাইক পার্ক করে পাশেই এক দোকানে যান। সে সময় হাসিনা বাইকের সামনে দাড়িয়েছিলেন। সেই সুযোগে একটি বাইকে করে সেখানে আসে দুই ছিনতাইবাজ।
মুহুর্তের মধ্যে হাসিনার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পার্কের দিকে উধাও হয়ে যায়। স্ত্রীর চিৎকারে নজরুল সেখানে দৌড়ে আসেন। তিনি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। কিন্তু ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর সেখানে লোকজন জড়ো হন। শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।