India & World UpdatesHappeningsBreaking News
Miscreant opens fire at Jamia protesters, police mute spectatorsজামিয়া মিলিয়ার বাইরে আন্দোলনকারীদের উদ্দেশে দুষ্কৃতীর গুলি
৩০ জানুয়ারি: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএবিরোধী মিছিলে পিস্তল হাতে চড়াও হল ১৯ বছরের এক যুবক। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে গুলিও ছোঁড়ে৷ অভিযোগ, চোখের সামনে সব কিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করল দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার মহাত্মা গাঁধীর ৭২তম মৃত্যুবার্ষিকীতে সিএএ বিরোধীরা মিছিল নিয়ে রাজঘাটের দিকে এগোচ্ছিল। তাদের আটকাতে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে বসানো হয়েছিল ব্যারিকেড। এর জেরে এগোতে না পেরে ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। সেইসময়ই তাঁদের উপর চড়াও হয় রামভক্ত গোপাল নামের ওই যুবক। পিস্তল উঁচিয়ে আন্দোলনকারীদের শাসায়। বলে, ‘‘কিসকো আজাদি চাহিয়ে? ম্যায় দুঙ্গা আজাদি। ইয়ে লো আজাদি।’’তার পরেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে আন্দোলনকারীদের দিকে গুলি ছোঁড়ে।
অভিযুক্তের ছোঁড়া গুলিতে শাদাব ফারুখ নামে জামিয়ার এক পড়ুয়া আহত হয়েছেন। তাঁর হাতে গুলি লাগে। হামলার পর প্রথমে হোলি ফ্যামিলি হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এর ট্রমা সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি চিন্ময় বিসওয়াল বলেন, ‘‘শাদাবের বাঁ হাতে গুলি লেগেছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি বিপন্মুক্ত। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’