NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আর্থিক সংকট প্রশমনে ব্যয় সংকোচন রাজ্যের
Measures announced by Assam govt to curtail expenditure

২৯ এপ্রিল : আসাম সরকার কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষিতে আর্থিক সংকট প্রশমনের জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। রাজ্য সরকার যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করবে, তা অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে অর্থ দফতর এ সংক্রান্ত নির্দেশাবলি বুধবার থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা ঘোষণা করেছে।

এসওপিডি প্রকল্পগুলোর প্রশাসনিক অনুমোদন ও অর্থ মঞ্জুরি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক বিভাগ ও বিভাগীয় প্রধানদের দেওয়া অনুমোদনের ক্ষমতা বাতিল করা হয়েছে। এ নিয়ে প্রয়োজন হলে বিভাগগুলো অর্থ দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কার্যালয়ের খরচের ক্ষেত্রেও ব্যয় সংকোচন করা হয়েছে। এতে মোট বাজেটের মধ্যে শুধুমাত্র ১০ শতাংশ খরচ করার অনুমতি দেওয়া হবে, আগে যা ২৫ শতাংশ করা হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে শিল্প সংক্রান্ত ছাড়, ভর্তুকি এবং ইনটেনসিভ সংক্রান্ত সমস্ত ব্যয় পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

বর্তমান অর্থবছরের প্রথম চার মাসে শিল্পউদ্যোগগুলোকে জিএসটি পরিশোধের অনুমতি দেয়া হবে না।অ্যাম্বুলেন্স ও পুলিশের ডিউটির জন্য প্রয়োজনীয় যানবাহন ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ধরনের যানবাহন ক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমোদন অনুযায়ী অনুমতি দেওয়া হতে পারে।

সম্মেলন, সেমিনার, কর্মশালা, মেলা ও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে মিতব্যয়িতা বজায় রাখতে হবে। ফাইভ স্টার হোটেলে সভা ও সম্মেলন করার উপরে নিষেধাজ্ঞা থাকবে। আসামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য বিচারপতি, গৌহাটি হাইকোর্টের বিচারপতি এবং আসামের মুখ্য সচিব ছাড়া কাউকে একজিকিউটিভ ক্লাসের অনুমতি দেওয়া হবে না। রাজ্যের অতিথিদের ফাইভ স্টার হোটেলের সুবিধা দেওয়ার ক্ষেত্রে সাধারণ প্রশাসন বিভাগ এই বিশিষ্ট অতিথিদের রাজ্যের অতিথি হিসেবে ঘোষণার ক্ষেত্রে বিবেচনা করতে হবে। দেশের বাইরে কোনও পাঠক্রম, কর্মশালা, সেমিনারের জন্য আসাম সরকারের ব্যয় বহন করতে হবে, এমন কোনও আধিকারিককে এসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker