Barak Updates
একাদশ শহিদের স্মৃতিচারণ করল মাতৃভাষা সুরক্ষা সমিতিMatribhasha Surakhha Samiti pays tribute to 11 martyr’s of 19 May
১৯ মেঃ একাদশ ভাষা শহিদের স্মৃতিচারণ করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখা। শিলচর গান্ধীবাগ সংলগ্ন কৃষ্ণচূড়া মঞ্চে বেলা ১১ টা থেকে শুরু হয় এই শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রথমেই শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল শহিদ প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। ছিলেন সমিতির কাছাড় জেলা সভাপতি মিহিরলাল রায়, সম্পাদক সুনীল রায়, বিশিষ্ট চিকিৎসক ডা: শিশির কুমার বিশ্বাস সহ অন্যরা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। তারপর একে একে গান, কবিতা, নাচের মধ্য দিয়ে স্মরণ করা হয় বীর শহিদদের। ‘আনন্দম’ সংস্থার শিশু শিল্পীরা কথা, গান ও কবিতায় নিজেদের মতো করে শহিদ দিবস পালনের গুরুত্ব ও তার প্রাসঙ্গিকতা তুলে ধরে। আজকের প্রজন্মও যে বাংলা ভাষা নিয়ে সচেতন, ইতিহাস জানার আগ্রহ আছে তাঁদের, আনন্দমের কচিকাঁচাদের নিবেদন দেখে তা-ই বোঝা গেছে।
পরবর্তী পর্বে বিশিষ্ট শৈল্যচিকিৎসক ডা: কুমারকান্তি দাস সুরক্ষা সমিতির বাকি কর্মকর্তাদের নিয়ে আবরণ উন্মোচন করেন সমিতির স্মরণিকা মাতৃভাষা’র। ৬১’র ভাষা সংগ্রামের ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন মিহিরলাল রায়। আগাগোড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ সাহা।