NE UpdatesHappeningsBreaking News
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১০
Massive street accident, atleast 10 feared dead

২৩ সেপ্টেম্বর : সোমবার সকালে শিবসাগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কম করেও ১০ জনের প্রাণহানি হয়েছে। শিবসাগরের ডেমোয় ৩৭নং জাতীয় সড়কের তাওরা সেতুতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ডিব্রুগড়ের দিকে যাওয়া দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তিনসুকিয়া থেকে যোরহাটের দিকে যাওয়া একটি ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ট্রাভেলারের সামনের দিক পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।
দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে পাশের ডেমো মডেল হাসপাতালে পাঠান। গুরুতর জখম ৮ জনকে ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ৭ জনের অবস্থাই সংকটজনক। পুলিশ মৃতদের এখনও শনাক্ত করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে বৃষ্টির মধ্যে দুটো বাসই প্রচণ্ড গতিতে ছিল। দুর্ঘটনার পর বাসচালক গা ঢাকা দিয়েছে।