NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
Man from South Korea quarantined in Dhemajiদক্ষিণ কোরিয়ার বাসিন্দা ধেমাজিতে কোয়রান্টিনে
১৭ মার্চ: ধেমাজিতে আসা দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে হোটেলের নিজের রুম থেকে না বেরোতে বলা হয়েছে৷ স্বাস্থ্যকর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন তাঁকে। পুলিশ জানিয়েছে, ধেমাজির এক হোটেলে কোরিয়ার এক ব্যক্তি এক সপ্তাহ ধরে রয়েছেন৷ দিল্লির একজনও রয়েছেন তাঁর সঙ্গে৷ এই খবর পেয়েই অতিরিক্ত জেলাশাসক যোগকৃষ্ণ রাজবংশী, এএসপি মুনীন্দ্র নাথ দেউড়ি ও জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক রণবীর কাকতি হোটেলে হাজির হন।
হা ইয়াং কুয়িক নামে ওই ব্যক্তি জানান, তিনি দক্ষিণ কোরিয়া থেকে ব্যবসার কাছে ভারতে এসেছেন। দিল্লি থেকে অরুণ কুমার নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে আছেন৷ গত ১১ মার্চ তাঁরা ধেমাজিতে আসেন। এই কয়দিনে সেখানে তাঁরা অনেকের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার সকালেও তিন ঘণ্টা ধেমাজির অসম গণ পরিষদ কার্যালয়ে ছিলেন। সব জেনে প্রশাসন দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষা করে রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে। তাঁদের ১৪ দিন ধেমাজির ওই হোটেলের ঘরেই থাকতে বলা হয়েছে।